ক্রীরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাইরাল লিংক

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীদের আপত্তি্কর দৃশ্য দাবিতে একাধিক ছবি এবং মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এখানে ভালো করে লক্ষ করলে বুযা যায় ইডেটের কার সাজি আছে মেসেঞ্জারে চ্যাটের কথিত স্ক্রিনশটগুলোও ভুয়া, বরং ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে আসিফের মুখ বসিয়ে এ দাবি প্রচার করা হয়েছে। প্রতিষ্ঠানটি অনুসন্ধানে Wish নামক পিন্টারেস্টের একটি অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি মূল ছবি খুঁজে পায়। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে থাকা পুরুষের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ছবিটির পেছনের দেয়াল, দেয়ালের সঙ্গে রাখা কাপড়, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।